মেহেরপুর অফিস: মেহেরপুরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি, মাদক মামলার আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর শহরসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। মেহেরপুর সদর থানার ওসি শেখ মেসবাহ উদ্দীনের নেতৃত্বে এসআই ফারুখ হোসেন, এসআই অরুন কুমার দাস, এসআই শফিকুল ইসলাম শিশু, এসআই উজ্জল হোসেন, এএসআই দেবদাস ম-ল, এএসআই মিরাজুল ইসলাম, এএসআই মো. হাসান শাহনেওয়াজ, এএসআই মো. মাহবুব আলম অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃত আসামিরা হলেন পৌরসভার হঠাৎ পাড়ার নূর হোসেনের ছেলে সহিদুল ইসলাম, সদর উপজেলার কালীগাংনী পশ্চিমপাড়ার নিয়ামত আলীর ছেলে মোকাদ্দেস ইসলাম, চাঁদবিল গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজু আহাম্মদ, শিশিরপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রশিয়া খাতুন এবং শোলমারী নতুনপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো. সেন্টু মিয়া। তাদেরকে নিজ নিউ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।