মেহেরপুর অফিস: মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোরশেদ শোভন সরকারসহ ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত পরশু শনিবার মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ের একটি রেস্টুরেন্ট থেকে আবু মোরশেদ শোভন সরকার ও ছাত্রলীগ নেতা জয় খানকে আটক করা হয়। মেহেরপুর সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করেন। আবু মোর্শেদ শোভন সরকার মেহেরপুর পৌর এলাকার মন্ডলপাড়ার আব্দুল মান্নানের ছেলে ও জয় খান স্টেডিয়ামপাড়ার সবুজের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ গোপালসহ সঙ্গীয় ফোর্স মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে অভিযান চালান। এ সময় সেখান থেকে আবু মোরশেদ শোভন সরকার এবং জয় খানকে আটক করেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলা রয়েছে