মেহেরপুর অফিস: দুদিন ধরে নিখোঁজের পর রোববার দুপুরে জবিদ আলী (৭০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার রেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে মেহেরপুরের সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মাঠে জবিদ আলীর মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। নিহতর স্বজনদের অভিযোগ গত দুই দিন ধরে জবিদ আলী নিখোঁজ ছিলেন। তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে নিখোঁজের বিষয়ে থানায় কোন অভিযোগও করা হয়নি। রবিবার দুপুরে নিশ্চন্তপুর গ্রামে তার লাশ পাওয়া যায়। কেউ তাকে হত্যা করে মাঠে ফেলে রাখতে পারে।
মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, নিশ্চিন্তপুর মাঠে মরদেহ দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে এলেই বিষয়টি স্পষ্ট হবে।