মেহেরপুরে নতুন আরো দুইজন করোনা পজেটিভ রোগি চিহ্নিত

মেহেরপুর অফিস ঃ মেহেরপুরে নতুন আরো ্দুইজন করোনা পজেটিভ রোগি চিহ্নিত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগির সংখ্যা ৩৯ জন। নতুন আক্রান্ত দুইজন হলেন গাংনী ও মুজিবনগর উপজেলার একজন করে বাসিন্দা। গতকাল শনিবার বিকেল দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১০ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে দুইজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৬ হাজার ৩৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৮৭৫ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭৫৯ জন সুস্থ্য হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৩৪ জন, গাংনী উপজেলায ২৪০ জন ও মুজিবনগর উপজেলায় ৮৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২১ জন। বাকি চিকিৎসাধীন ৩৯ জনের মধ্যে সদরে ১৪ জন, গাংনী উপজেলায় ১৬ জন ও মুজিবনগর উপজেলায় নয়জন রয়েছেন। মারা যাওয়া ২১ জনের মধ্যে সদর উপজেলার ১৩ জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬৪ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৮ জন, গাংনী উপজেলার ১৪ জন ও মুজিবনগর উপজেলার দুই জন রয়েছেন।

 

Comments (0)
Add Comment