মেহেরপুরে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা এক একর জমি উদ্ধার করে আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু করলেন ইউএনও

মেহেরপুর অফিস: মেহেরপুরের উত্তর শালিকা গ্রামে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা এক একর জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার দুপুরে এ উদ্ধার অভিযান চালান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। জমি উদ্ধার করে আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের শামসুদ্দিনের ছেলে ওমর আলী উত্তর শালিকা গ্রামে এক একর খাস জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগ দখল করে আসছিলেন। গতকাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের নেতৃত্বে পুলিশ ব্যাটালিয়ন আনসার ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণের সহায়তায় অবৈধ দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। পরে উদ্ধার শেষে আশ্রয়ণ প্রকল্পের ঘরের কাজ শুরু করা হয়। এ বিষয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, এই অন্তর্বর্তী সরকার বিশেষ করে অবৈধ দখলে থাকা খাল, বিল, নদী-নালাসহ সবদিকে নজর দিচ্ছে। যাতে করে ভূমিহীনদের কোনো প্রকার কষ্ট না হয়, তারা যাতে ভালোভাবে বসবাস করতে পারে। অধিকাংশ লোকজনেরই ছিলো না ঘর-বাড়ি কিংবা কোনো ঠিকানা। আশ্রয়হীন-গৃহহীন হিসেবেই কাটিয়েছেন তারা জীবনের পুরোটা সময়। কেউ বা আবার একটু মাথা গোঁজার জায়গার অভাবে জীবনের অর্ধেক সময়ই হাবুডুবু খেয়েছেন নানান সংকটে। রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, কেঁপেছেন তীব্র ঠান্ডায়। অন্তর্বর্তী সরকার ভূমিহীনদের জন্য ব্যবস্থা করবেন।