মেহেরপুরে চুরি মামলার ৪ আসামী আটক: চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে চুরি মামলার ৪ আসামী আটক ও চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর সদর ফাঁড়ি পুলিশের এসআই সোহরাব হোসেনের নেতৃত্বে মেহেরপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে রোকনুজ্জামান রোকন(২৮), আকাশ(২৪), আসাদ আলী(২৫) ও রুবেল হোসেন(২৫) নামের চারজনকে আটক করেন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১ জোড়া সোনার দুল, ১ জোড়া সোনার বালা, ১টি মোবাইল ফোন, নগদ ১৩০০ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত লোহার শাবল উদ্ধার করে। আটক রোকনুজ্জামান রোকন মেহেরপুর শহরের নতুন শেখপাড়ার মহিনুল আলমের ছেলে। আকাশ মল্লিকপাড়ার মৃত ইকবাল খানের ছেলে। আসাদ আলী গোরস্থানপাড়ার আমিরুল ইসলামের ছেলে। রুবেল হোসেন গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে। তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মেজবাউর রহমান বলেন- শহরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় তাদেরকে শনাক্ত করে আটক করেছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরি হয়ে যাওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করেছি।

Comments (0)
Add Comment