মেহেরপুর অফিস: মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে বেলাল হোসেন নামের একজনের ২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদ- দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক শাহীন রেজা ওই রায় দেন। সাজাপ্রাপ্ত বেলাল হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের লাল মোহাম্মদের ছেলে।
জানা যায়, ২০১৩ সালে মেহেরপুরের গাংনী থানার পুলিশ গাঁজাসহ বেলাল হোসেনকে গ্রেফতার করে। মামলায় ৬জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি বেলাল হোসেন দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ শাস্তি দেন।