মেহেরপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং  ডে পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার সময় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য  শোভাযাত্রা বের করা হয়। পুলিশ সুপার রাফিউল আলমের নেতৃতে শোভাযাত্রাটি মেহেরপুর পুলিশ লাইন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটার অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল বাসার, সাধারণ সম্পাদক আশকার আলীসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটার অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল বাসায়, সাধারণ সম্পাদক আশকার আলী প্রমুখ।

Comments (0)
Add Comment