মেহেরপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৭ জুলাই

 

মেহেরপুর অফিস: আগামী ২৭ জুলাই মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এ উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। ৩০ জুন মনোনয়নপত্র বাছাই। ৭ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ২৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম সম্প্রতি ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে নবগঠিত বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করায় ভাইস চেয়ারম্যান পদ শূণ্য হয়ে যায়।

Comments (0)
Add Comment