মেহেরপুর অফিস: নতুন বছরের প্রথম দিনে মেহেরপুরে বিভিন্ন সময় হারানো, চুরি ও ছিনতাই হওয়া ৮১টি উদ্ধার করা মোবাইলফোন ভুক্তভোগীদের হাতে তুলে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) মাকসুদা আকতার খানম। পুলিশ জানায়, জেলার সদর থানা, গাংনী থানা এবং মুজিবনগর থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত জিডির বিপরীতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ডিসেম্বর মাসে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ৮১টি মোবাইল উদ্ধার করে। তন্মধ্যে সদর থানার ৩৪টি, গাংনী থানার ৪৫টি এবং মুজিবনগর থানার ২টি অ্যানড্রয়েড ও বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, ‘মোবাইল হারানো সংক্রান্ত জিডির ক্ষেত্রে ভুক্তভোগীদের তদবির বা যোগাযোগ ব্যতিরেকে স্বতঃপ্রণোদিতভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা এ উদ্ধার কাজ করে থাকেন। হারানো, চুরি বা ছিনতাই হওয়া মোবাইলফোন ফিরে পাওয়া যায় না এমন ধারণা থেকে বের হয়ে এসে পুলিশের সহযোগিতা নেয়ার আহ্বান করেন তিনি। এ সময় প্রকৃত মালিকগণ তাদের হারানো মোবাইল ফোন পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জামিনুর রহমান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা গোপাল কুমার, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক বাদল গোমস্তা, শিমুল কুমার দাস, মেহেরপুর সদর থানার ওসি মেসবাহ উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) ইসমাইল হোসেন।