মেহেরপুর অফিস: মেহেরপুরে ইয়াবা রাখার অভিযোগে সাব্বির হোসেন আশিক নামের এক যুবককে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা : অনাদায়ে আরও ৩ মাসের কারাদ- দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ ওলিউর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত সাব্বির হোসেন মেহেরপুরের গাংনী উপজেলা শহরের গোরস্তানপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের পয়লা মে মেহেরপুর ডিবি’র এসআই মাহাতাব উদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপনসূত্রে খবর পেয়ে গাংনী পল্লী বিদ্যুতের পাশে আখ সেন্টারের কাছে ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান হয়। এ সময় ডিবি পুলিশের সদস্যদের দেখে সাব্বির হোসেন আশিক ও মাসুদ পালানোর চেষ্টা করে।
এ সময় সাব্বির হোসেন আশিককে আটক করার পর তার কাছ থেকে ২০০ পিচ ইয়াবা এবং মাসুদ নামের অপর এক ব্যক্তির ফেলে রেখে যাওয়া ১০০ পিসসহ মোট ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনী ১৯ এর (১) টেবিলের ৯(খ)/১৯ এর ৪ ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১। জি আর ৯৫/১৮।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এতে আসামি সাব্বির হোসেন আশিককে ৭ বছর সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৩ মাসের কারাদ-দেশ দেন। মামলার অপর আসামি মাসুদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষের পিপি ছিলেন পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে অ্যাডভোকেট শফিকুল আলন কৌশলী ছিলেন।