মেহেরপুর অফিস: ইটভাটা বন্ধের প্রতিবাদ, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা, ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন, মাটি কাটার জন্য জেলা প্রশাসকের প্রত্যয়ন নেয়ার বিধান বাতিলসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুর জেলা ইটভাটা মালিক সমিতি। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে জেলা ইটভাটা মালিক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মশিউর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে তাদের স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক সিফাত মেহনাজ স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় মুজিবনগর উপজেলা ইটভাটার মালিক সমিতির সাধারণ সম্পাদক তাসমিউল ইসলাম সজল, সদর উপজেলা ইটভাটার মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন খান, গাংনী উপজেলা ইটভাটার মালিক সমিতির সভাপতি আব্দুল খালেক চঞ্চল, সাধারণ সম্পাদক এনামুল হক উপস্থিত ছিলেন।