মেহেরপুরে আরও ৮ জনের করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: মেহেরপুরে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সোয়াব পরীক্ষার জন্য প্রেরিত নমুনাগুলোর মধ্যে থেকে গতকাল শনিবার রাতে ৩৬ টি রিপোর্ট পাওয়া যায়। এসব রিপোর্টের মধ্যে ৮ জনের রিপোর্ট পজেটিভ হয়েছে।
মেহেরপুর সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, সোয়াব পরীক্ষার জন্য পাঠানো নমুনাগুলোর মধ্যে শনিবার রাতে ৮টি পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমান মেহেরপুর জেলায় পজিটিভ রোগীর সংখ্যা ২৩ জন। যার মধ্যে সদর উপজেলায় ১৩ জন, গাংনী উপজেলায় ৬ জন ও মুজিবনগর উপজেলায় রয়েছেন ৪ জন রয়েছেন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৮২ জন। যার মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, গাংনী উপজেলায় ৫৮ জন ও মুজিবনগর উজেলায় ৪০ জন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৫১৩ জন। যার মধ্যে সদরে ২ হাজার ৭৭ জন, গাংনীতে এক হাজার ৭৭৮ জন ও মুজিবনগরে ৬৫৮ জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ১২৬ জন। যার মধ্যে সদরে ৮৩ জন, গাংনীতে ১৮ জন ও মুজিবনগরে ২৫ জন রয়েছেন। গতকাল শনিবার ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৬ হাজার ২৪৮ ডোজ। এ যাবত মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৫৫৩ ডোজ। এর মধ্যে পুরুষ ৪ লাখ ৬ হাজার ৬৯৯টি ও মহিলা ৪ লাখ ৬৬ হাজার ৮৫৪টি। ১ম ডোজ ৪ লাখ ৯৭ হাজার ৬২৬ জন। ২য় ডোজ ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। ৩য় ডোজ ৪ হাজার ৪৪৯ জন।

 

Comments (0)
Add Comment