মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে আবুল বাসারের দাফন সম্পন্ন করা হয়েছে। একই সাথে ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দারে করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ময়নাতদন্ত শেষে নিজ গ্রাম আমঝুপিতে দাফন সম্পন্ন হয়।
এদিকে নিহত আবুল বাশারকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার দুপুরের দিকে ৯ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত আবুল বাশার মোল্লার ছেলে সালাউদ্দিন বাদী হয়ে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে স্পিড এনার্জি ড্রিংকস কোম্পানির এসআর রনি, দিঘির পাড়া গ্রামের খোকনের ছেলে শামীম, ঘাটপাড়ার জামিরুল ছেলে আমিন, দিঘীরপাড়ার আক্তার আলীর ছেলে সাগর, গোপালপুরের হাতেম আলীর ছেলে মোহন, শফিকুলের ছেলে বিজন, দিঘিরপাড়া রাহাত আলী ম-লের ছেলে আমিরুল ইসলাম, জহির আলীর ছেলে পাভেল, আলম শেখের ছেলে আদম আলীসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, বুধবার দুপুরের দিকে সদর উপজেলার আমঝুপি গ্রামের আবুল বাসারের ছেলে সালাউদ্দীন তার মুদি দোকানের সামনের সড়কে দুর্ঘটনা এড়াতে মাটি-বালি দিয়ে গতিরোধক করেন। এসময় এশটি কোমল পানীয় কোম্পানির এসআর ও মেহেরপুর পল্লী বিদ্যুত অফিসের কর্মচারীরা ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় গতিরোধক দেয়াকে কেন্দ্র করে সালাউদ্দীনের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের গাড়ীতে থাকা রড দিয়ে সালাউদ্দীনকে পেটাতে থাকে। আবুল বাসার তার ছেলেকে হামলা থেকে বাঁচাতে এগিয়ে আসলে, তাকেও রড দিয়ে পিটিয়ে জখম করে। এসময় স্থানীয়রা আহত বাসারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।