মেহেরপুরের সিংহাটিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের সিংহাটি পূর্বপাড়ায় আব্দুর রহিম মন্ডল নামের এক মধ্য বয়সী লোক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে সিংহাটি গ্রামের নাড়াপুতা মাঠের একটি আমগাছে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। আব্দুর রহিম (৫৫) সিংহাটি পূর্বপাড়ার মৃত ইজির মন্ডলের ছেলে। জানা যায়, নাড়াপুতা মাঠে গ্রামের একজন লোক কাজ করছিলো। সর্বপ্রথম সে আমগাছের সাথে আব্দুর রহিমের ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। সে পরিবারের লোকজনকে খবর দিলে মরহুমের ছেলে সবুজ অন্যদের সহযোগিতায় আমগাছ থেকে ঝুলন্ত মরদেহটি নামায়। পরিবারের লোকজন জানায়, দুপুর ১২টার দিকে ভালাইপুর হাট থেকে পান বিক্রি করে বাড়ি আসে আব্দুর রহিম। পরিবারের লোকজনের সাথে ভালো ভাবেই কথা বলে মাঠে যাওয়ার নাম করে গামছা ঘাড়ে করে বেরিয়ে যায়। তবে কি কারণে তিনি আত্মহত্যা করলেন এ বিষয়ে কেউই কিছু বলতে পারছেন না। বারাদী ক্যাম্প ইনচার্জ এস আই রেজাউল জানান, এ বিষয়ে মেহেরপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল রাতে আব্দুর রহিমের নামাজের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।