মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মুজিবনগর-মেহেরপর সড়কে গৈারীনগর বাজার মোড় নামক স্থানের পাশে সড়ক দুর্ঘটনায় জিল্লুর রহমান গাজী (৫৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত জিল্লুর রহমান গাজী গৌরীনগর গ্রামের গ্রামের মৃত সাত্তার গাজীর ছেলে। আহত হয়েছে মোটরসাইকেল চালক রিমন (১৭)। রিমন মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের ইমরানের ছেলে। সে ওই গ্রামের এক বন্ধুর সাথে মুজিবনগরে বেড়াতে আসার নাম করে মোটরসাইকেল নিয়ে আসে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জিল্লর রহমান দুপুরে খাবার খেয়ে লিচু বাগান দেখার উদ্দেশ্যে পায়ে হেটে যাওয়ার পথে মুজিবনগর-মেহেরপুর সড়কে গৈারীনগর বাজার নামক স্থানে পৌঁছুলে মুজিবনগর দিক থেকে আঁকা বাঁকা করে দ্রুত গতিতে মোটরসাইকেল চালক রিমন নিয়ন্ত্রণ হারিয়ে জিল্লুরর রহমার গাজীকে সামনে স্ব-জরে ধাক্কা মারে। এতে জিল্লুর রহমান গাজীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড চোট পান। একই সময় দূরে ছিটকে পড়ে আহত হন মোটর সাইকেল চালক রিমন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নেয়। পরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকৎসক জিল্লুর রহমার গাজীকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, জিল্লুর রহমান গাজী ১০দিন আগে টিউমার অপারেশন করাসহ অন্যান্য রোগের চিকিৎসা শেষে বাড়ী এসেছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, জিল্লুর রহমার গাজীর পরিবারের পক্ষ থেকে কোন মামলা করবে না বলে থানায় আবেদন দিয়েছে। গতকাল রাত সাড়ে ৮টায় তার লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।