মেহেরপুরের বুড়িপোতায় ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন ১, ২, ৩, ৪নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন বিএনপির আয়োজনে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সম্মেলন ও ইফতার মাহফিলে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ কে খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ। এ আরও সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আলমগীর খান সাতু, ওমর ফারুক লিটন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাভলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, বিএনপি নেতা আব্দুল লতিফ, নাসির উদ্দীন, মোশিউল আলম দ্বীপু, দবির হোসেন, ইসমাইল শাহ, ফরিদ উদ্দিন।
সম্মেলন ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে সঞ্চালনায় করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকশেদ আলী। এ সময় বুড়িপোতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে নতুন কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাতেমিন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির মনিরুজ্জামান সেন্টু, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম খোকন নির্বাচিত হন। জেলা বিএনপির ইফতার দোয়া ও মাহফিল সম্মেলন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।