মেহেরপুরের বলিয়ারপুরের ৬৫ বছরের সেই বৃদ্ধটি অবশেষে মারা গেলেন

বারাদি প্রতিনিধি: মেহেরপুর সদরের পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুরের তাহের আলী নামের ৬৫ বছরের সেই বৃদ্ধটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন। গত পরশু বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের বোন ও প্রতিবেশীদের অভিযোগ, তাহের আলীর ছেলে সালাম ও পুত্রবধূ নাসিমা দুজনে মিলে মঙ্গলবার রাতে চিড়া, কলা ও দইয়ের সাথে বিষ মিশিয়ে তাহের আলীকে খাওয়ায়। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রতিবেশীরা বলেন, সালাম বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বর্তমানে ঋণগ্রস্ত অবস্থায় আছেন। বাপের পৈত্রিক ভিটা বিক্রি করে ঋণ পরিশোধ করার জন্য পিতা পুত্রের মাঝে কলহ চলছে কয়েক মাস ধরে। কয়েক মাস আগেও বাঁশ দিয়ে মেরে বাপের মাথা ফাটিয়ে দেয় সালাম। এরই মধ্যে তারা স্বামী-স্ত্রী মিলে পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যার ষড়যন্ত্র করে। যার পরিপেক্ষিতে স্বামী-স্ত্রী মিলে তাহের আলীকে বিষ খাওয়ায় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার রাতে মারা যান। মরহুম তাহের আলী বলিয়ারপুর গ্রামের দাশপাড়ার মরহুম মোসলেম আলীর ছেলে। তিনি পেশায় ছিলেন একজন পাখিভ্যান চালক। সালাম ছিল তার একমাত্র সন্তান। বলিয়ারপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আনিসুর রহমান বলেন, এ বিষয়ে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে মরহুমের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বাদ মাগরিব গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়।