স্টাফ রিপোর্টার: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে বন্ধুদের দ্বারা মুখে বিষ ঢেলে রাজামিয়া (৪০) নামের এক কৃষককে হত্যার অভিযোগ করেছেন তার বড়ছেলে। রাজামিয়া মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের সুবহানের ছেলে। রাজামিয়ার বড় ছেলে অভিযোগ করে বলেন, হঠাৎ করে তার বাবার বন্ধুরা তার বাবার মুখে বিষ ঢেলে হত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন রাজামিয়া হঠাৎ অসুস্থ হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে তার বন্ধুরা। অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। গত ১৩ তারিখে সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও গত ১৫ জুন সোমবার সন্ধার দিকে তিনি নিজ বাসাতেই মারা যান। মঙ্গলবার বেলা বারোটার দিকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। এঘটনায় মেহেরপুরের মুজিবনগর থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানান মুজিবনগর থানার ওসি হাসেম আলী। রাজামিয়ার বড় ছেলে জানান, আমার বাবাকে গত ৫ জুন তার বন্ধুরা মুখে বিষ দিয়ে হত্যার চেষ্টা করে। বাবার অবস্থা আশঙ্কাজনক হলে তারা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আমার কাছে ফোন দিয়ে বলে তোমার বাবা খুব অসুস্থ তাকে আমরা হাসপাতালে নিয়ে এসেছি। বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেহেরপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন। এরপর আমাকে তিনি বলেছিলেন তার বন্ধুরা তার মুখে জোর করে বিষ ঢেলে মেরে ফেলার চেষ্টা করেছে গত ৫ তারিখ। রাজামিয়ার ছেলে আরও বলেন, আমরা এ বিষয়ে মুজিবনগর থানায় মামলা করবো এবং আমার বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাইবো।