মেহেরপুর অফিস: সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় এক সপ্তাহ পর স্কুলছাত্র তানভীর হোসেনের (১৬) লাশ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কবরস্থানে দাফন করা হয়েছে। সৌদি প্রবাসী মা-বাবার উপস্থিতিতে গতকাল সোমবার সকাল ৯ টায় আমঝুপি মাদরাসা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
গত শনিবার (১২ সেপ্টম্বর) তানভিরের মা-বাবা দেশে ফিরে রাজশাহীর হিমাগার থেকে তার লাশ গ্রহণের উদ্যোগ নেন। গতকাল সোমবার ভোরের দিকে তার লাশ আমঝুপি এসে পৌঁছে এবং সকাল ৯ টায় দাফন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার দাফন অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের সৌদি প্রবাসী মফিজুল ইসলামের ছেলে তানভীর হোসেন (১৬)। সে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলো। গত ৮ সেপ্টম্বর দুপুরে মোটরসাইকেলযোগে মেহেরপুর সদর উপজেলার বারাদি থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তানভীর হোসেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওইদিন বিকেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৯ সেপ্টেম্বর সন্ধ্যারাতে সেখানে তার মৃত্যু হয়। তানভীরের বাবা-মা দু’জনই সৌদি প্রবাসী। বাবা-মা উপস্থিত না থাকায় তানভীরের দাফন কাজ স্থগিত রাখা হয়। তার লাশ রাখা হয় রাজশাহী মেডিকেল কলেজ হিমাগারে।