আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের আমঝুপিতে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর লিংকেজ শেয়ারিংসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এএলআরডি’র সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে। মউক হলরুমে মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস.এম আবু সালেহ এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মউকের সালিশ প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মো. গোলাম আম্বিয়া। নারীরা সরকারি সেবা থেকে ব্যাপকভাবে বঞ্চিত হয়ে থাকেন বলে জানান মোছা. তাসলিমা খাতুন, সাবিত্রী দাস ও মোছা. সাহেরা খাতুন প্রমুখ। এছাড়া গ্রামীণ পর্যায়ে প্রান্তিক নারীদের উৎপাদনমুখী উন্নয়ন বিষয়ে সকলের অভিজ্ঞতা তুলে ধরা হয়। আমঝুপি ও বারাদী ইউনিয়নের ৩২জন প্রান্তিক কৃষক সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসমবায় দলের উন্নয়ন কর্মী মো. শাহিনুর হোসেন।