আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের আমঝুপি দক্ষিণপাড়ায় এনাম ক্লিনিকের পাশে বৈদ্যুতিক জেনারেটর মেশিন চুরি হয়েছে। মরহুম ডক্টর এনামুল ইসলাম বকুলের স্ত্রী সুফিয়া ইসলাম বলেন, অনেকদিন যাবত আমাদের ক্লিনিক বন্ধ রয়েছে সে কারণে আমাদের জেনারেটারের ব্যবহার হয় না। আর আমাদের ক্লিনিক থেকে জেনারেটর রুমটা একটু দূরে। তাই জেনারেটর রুমটা তালা দিয়ে বন্ধ করে রাখা হয়। আজকে সকালে জেনারেটরটি ভাড়ার উদ্দেশ্যে আরেকটি ক্লিনিকের লোকজন নিতে এলে তালা কাটা অবস্থায় জেনারেটর রুম দেখতে পাই। রুমের মধ্যে ঢুকে দেখি জেনেরেটরটা কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এ সময় তিনি আরো বলেন, এ বিষয়ে মেহেরপুর সদর থানায় অভিযোগ দেবো এবং যারা চুরি করেছে তাদের বিচারের দাবি করছি। স্থানীয় বাসিন্দা স্বপন বলেন, এত বড় চুরি আমি কখনো দেখিনি। পাড়া প্রতিবেশীর হৈচৈ শুনে আমি এসে দেখি যে কে বা কারা জেনারেটরটা চুরি করে নিয়ে গেছে।