মেডিকেল ভর্তিতে কোটা বাতিলের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মেডিকেল ভর্তিতে কোটা বাতিলের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও সদস্য সচিব সাফফাতুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আন্দোলন করেছিলাম কোটা প্রথা বাতিলের পক্ষে। সেই কোটায় যদি আবার মেধার অন্তরায় হয় তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর। দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। আমরা চাই প্রকৃত যারা মেধাবী তারা যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। আমরা শক্ত কণ্ঠে বলতে চাই, অবিলম্বে এই কোটা প্রথা বাতিল করতে হবে দেশের প্রতিটা সেক্টর থেকে। আমরা একেক সেক্টরের জন্য আলাদা আলাদা আন্দোলন করবো না। চুয়াডাঙ্গাসহ সারা বাংলাদেশের ছাত্র সমাজ সবসময় জাগ্রত আছে। অনতিবিলম্বে এই কোটা প্রথা সকল সেক্টর থেকে বাতিল করতে হবে। তা না হলে ছাত্র সমাজ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিনভাবে জবাবদিহিতার সম্মুখীন করবে। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কবরীরোডের মুখে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব রেজাউল বাসার প্লাবন, মুখ্য পাত্র তামান্না খাতুন, ফাহিম উদ্দিন মভিন, আনজুম হাবিবা, আকাশ, মুশফিক, সুমন, নাহিদ, রাফি, রাকিব, মাসুম, জাকারিয়া, সৈকত, মুস্তাফিজুর, তামিম, মাহমুদা, তিসা, শ্রাবণ, সুপ্তি, সাদিয়া, সেহা, নেহা, কথা, রোজা, সোহা, উসা, আইভা প্রমুখ।