মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে আন্তঃসীমান্ত যাত্রী চলাচল এবং পণ্য আমদানি-রফতানির উদ্দেশ্যে মুজিবনগর স্থল কাস্টমস স্টেশন হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড (কাস্টমস) গত ২৭ মে এ গেজেট প্রকাশ করেন। জাতীয় রাজস্ব বোর্ডের আদেশক্রমে সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন স্বাক্ষরিত। এস আর ও নং ১৩৮-আইন/২০২১/১২৩/ কাস্টমস অ্যাক্ট. ১৯৬৯ এর সেকশন ৯ এর (বি)তে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলার নিম্নে বর্ণিত তফশিল এলাকাকে আন্তঃসীমানা যাত্রী চলাচল এবং পণ্য আমদানি রপ্তানির উদ্দেশ্যে মুজিবনগর স্থল কাস্টমস স্টেশন হিসেবে ঘোষণা করা হলো। গেজেটে ৩০.৩০ একর জমি অধিগ্রহণ করা সংক্রান্ত মুজিবনগর উপজেলার মাঝপাড়া মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানের ৩০.৩০ একর জমি অধিগ্রহণ করার কথা বলা হয়েছে।