মুজিবনগর শ্রমিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আনছার আলী আর নেই

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের ‘মুজিবনগর শ্রমিক ইউনিয়ন শাখা’ অফিসের সাধারণ সম্পাদক আনছার আলী ড্রাইভার ও মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের কৃতী সন্তান এলাকার সুপরিচিত মুখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। আনছার আলী আনন্দবাস গ্রামের আফসার আলী মাস্টারের বড় ছেলে। দ্বিতীয় বিয়ে করে মোনাখালী ইউনিয়নের রামনর গ্রামে বসবাস করতেন। ১ম স্ত্রীর দুই ছেলে বিদেশে থাকেন। দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান নেই। তিনি মুজিবনগর শ্রমিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলেন। জানা গেছে, গত দুই/তিনদিন পূর্বে প্রচন্ড জ্বর নিয়ে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আনছার আলী। পরে রিলিজ নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার রাতে শরীরের অবস্থা খারাপ হলে রাতেই মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাপাতালে নেয়া হলে গতকাল সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়। আনছার আলীর মৃত্যুতে মুজিবনগরের বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। মুজিবনগর শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি জিল্লুর জানান, ৪/৫দিন ধরে প্রচন্ড জ্বর ও পরে ডায়রিয়ার কারণে তার মৃত্য হয়। আজ রোববার সকাল সাড়ে ১০টায় আনন্দবাস গ্রাম্য কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে |