মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ৫দিনব্যাপী তারুণ্যের উৎসবে স্কাউটিং এর উপজেলা স্কাউটিং সমাবেশের উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকালে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করেন উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পলাশ ম-ল। বাংলাদেশ স্কাউট মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতি পলাশ ম-ল বলেন, স্কাউটিংয়ের কার্যক্রম সারা বাংলাদেশে বিস্তার লাভ করেছে। স্কাউটিংয়ের সদস্যদের বড় গুণ হলো তারা যেকোনো সমস্যা মোকাবেলায় হাতে কলমে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকে। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানা ভারপ্রাপ্ত অফিসার মো. মিজানুর রহমান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।