মুজিবনগর প্রতিনিধি: ২৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গোলাম শেখকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে আনন্দবাস গ্রাম থেকে তাকে গ্রেফতার করে মুজিবনগর থানা পুলিশের একটি দল। গোলাম শেখ মুজিবনগরের আনন্দবাস গ্রামের নাছির শেখের ছেলে। অভিযানের নেতৃত্ব ছিলেন রতনপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই প্রহ্লাদ রায়।
মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আনন্দবাস গ্রামে অভিযান চালায় রতনপুর পুলিশ ক্যাম্পের ওই অভিযান দলটি। গ্রেফতার মাদক ব্যবসায়ী গোলাম শেখের বাড়িতে ফেনসিডিল রাখার গোপন তথ্য ছিলো পুলিশের কাছে। অভিযান দলটি গোলাম শেখের বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। এ সময় রান্নাঘর থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ গোলাম শেখকে গ্রেফতার করে পুলিশ। বিক্রির উদ্দেশ্যে ভারত থেকে আনা এ ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে জানায় পুলিশ। গোলাম শেখের নামে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।