মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের স্কুলপাড়ায় বিদ্যুতের ভেজা খুঁটিতে হাত দিয়ে স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় শিলা (৬) নামের এক শিশুর। শিশু শিলা ওই গ্রামের সেলিম রেজার মেয়ে। গতকাল বুধবার দুপুরের দিকে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন জানান, এদিন দুপুরের দিকে শিশু শিলা বাড়ির পাশে খেলা করার এক পর্যায়ে একটি ভেজা বিদ্যুতের খুঁটিতে হাত দেয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। প্রতিবেশীরা উদ্ধার করে দ্রুত তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment