মুজিবনগরে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর থানা পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গত পরশু শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে বটতলার নিচে পরিত্যক্ত অবস্থায় ৫০বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মুজিবনগর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে এর অংশ হিসেবে গোপন সংবাদ পেয়ে আমার নির্দেশে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে বটতলার নিচে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।