মুজিবনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ট্রাকের ধাক্কায় খাদেম আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার আনন্দবাস ম-লপাড়ার তিন রাস্তার মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত খাদেম আলী আনন্দবাস গ্রামের মৃত কলিমউদ্দীন গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে যানা যায়, মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা বালিভর্তি একটি ট্রাক আনন্দবাস ম-লপাড়ার তিন রাস্তার মোড়ে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা বাই-সাইকেল আরোহী খাদেম আলী ট্রাকের পাশ দিয়ে যওয়ার সময় কাঁদায় পিছলিয়ে নিচে পড়ে। এসময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাশেম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি। এ কারণে পারিবারিকভাবে দুপুরে লাশ দাফন করেছে।

Comments (0)
Add Comment