মুজিবনগরে ঈদগাহের তালগাছ চুরির অভিযোগ : ২০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর ঈদগাহ ময়দানের শতবর্ষী ৪টি তালগাছ চুরি করে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। ঈদগাহের পাশের জমির দুট খেজুর গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার দুপরে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর ঈদগাহের ওই তালগাছ ও পাশের জমির খেজুর গাছ চুরির ঘটনা ঘটে।

ঈদগাহ ময়দানের সভাপতি রোকনুজ্জামান পালু বলেন, আমরা দু’টি আধমরা তালগাছ বিক্রি করেছিলাম। ক্রেতা ফিরোজ ভুল করে ৪টি তাজা তালগাছ কেটে ফেলেছে।

খেজুর গাছের মালিক বিধবা আম্মাতুন বলেন, আমার কাছে একজন গাছ কিনতে এলে আমি বলেছিলাম আমার স্বামীর হাতের লাগানো গাছ আমি বিক্রি করবো না। তারপর তারা কখন চুরি করে দুটি গাছ কেটে নিয়ে গেছে আমি বলতে পারবো না। আমি এর বিচার চাই।

স্থানীয় মেম্বার পালু সেখ বলেন, মসজিদ কমিটির লোকজন দুটি তালগাছ বিক্রি করে। ক্রেতারা ভুল করে ৪টি তালগাছ  কেটে ফেলেছে। এ কারনে স্থানীয় সালিসে ক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করে মসজিদে টাকা দেয়া হয়েছে।

রশিকপুর গ্রামের সিরাজ বলেন, মৃত খলিল শেখের ছেলে মহিত শেখ স্থানীয় মেম্বারের সহায়তায় টাকা আত্মসাতের কারনে গাছগুলো কেটেছে। পরে গ্রামের লোক ফুঁসে উঠলে মসজিদকে ২০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা করছে।

 

Comments (0)
Add Comment