মুজিবনগরের মহাজনপুর ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড কমিটি পুনঃগঠন ও সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড কমিটি পুনঃগঠন ও সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১১টায় মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কোমরপুর সকল ওয়ার্ড কমিটি পুনঃগঠন ও সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয়। মহাজনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক কালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। তিনি বলেন, দলকে শক্তিশালী করতে হলে একত্রে কাজ করতে হবে আর নেতা হতে হলে জনগণের কাছে যেতে হবে, জনগণ ঠিক করবে তাদের নেতাকে হবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান, যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম, রোমানা আহমেদ, প্রোভিপি সৌরভ হোসেন, অ্যাডভোকেট মাহমুদুল হাসান মিলন। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা বিএনপির সদস্য মশিউর রহমান, অ্যাড. সাইফুল ইসলাম সাহেব, ইউনিয়ন বিএনপি নেতা রহমত আলী, রানা বিশ্বাস, মুস্তাক আহমেদ ময়েন, আসাদুল ইসলাম, সোনা গাইন, রফিকুল ইসলাম, রায়হান কবীর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিল্পব হোসেন প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বীনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত হলে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।