মুজিবনগরের জামায়াতের সমাবেশ জেলা আমির তাজউদ্দিন খান

এদেশ কোনো দলের নয় ১৮ কোটি জনগণের

মুজিবনগর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কেদারগঞ্জ এমবিআর মার্কেট থেকে কেদারগঞ্জ চার রাস্তার মোড় ও বল্লভপুর রোড হয়ে কেদারগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চার রাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী। মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল বাসারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান। তিনি বলেন, এদেশ কোনো দলের নয়। জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলামীর নয়। এদেশ মুসলিম হিন্দু খ্রিস্টান কারো ভাগের নয়। এ দেশ ১৮ কোটি জনগণের। এ দেশকে উন্নয়ন করতে হলে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগিয়ে উন্নয়ন ঘটানো হবে। বিভেদ সৃষ্টি করা হবে না স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে অন্যায়কারীদের চিহ্নিত করা হবে। এই লোকগুলো অন্যায়কারী তাদেরকে যাতে মানুষ ঘৃণা করে নেই ইনসাফ প্রতিষ্ঠা করে তার বদলা নেয়া হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি আলহাজ্ব জারজিস হুসেইন, মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা, মেহেরপুর পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম। সমাবেশে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, মুজিবনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ফজলুল হক গাজী, উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মোশারফ হোসেন, উপজেলা বাইতুলমাল সেক্রেটারি আমির হোসেন, উপজেলা সমাজ কল্যাণ সেক্রেটারি আমিনুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন জামাতের আমির আব্দুল হালিম, মনাখালী ইউনিয়ন আমির মোখলেসুর রহমান, বাগওয়ান ইউনিয়ন আমির মাওলানা ফারুক হোসেন, মহাজনপুর ইউনিয়ন আমির আব্দুল হামিদ প্রমুখ।