মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের আনন্দবাস মারকাযুল উলুম মাদরাসার হিফজ সমাপণকারী প্রথম ছাত্র হাফেজ মো. তামিম ইকবালের শেষ সবক উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আনন্দবাস মারকাযুল উলুম মাদরাসার অফিস রুমে ওই দোয়া মাহফিল ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সভাপতি সালাহুদ্দীন। এ সময় দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আনন্দবাস মারকাযুল উলুম মাদরাসার সাধারণ সম্পাদক আব্দুল হালিম মাস্টার, অত্র মাদরাসার সদস্য ও ইউপি সদস্য সানোয়ার হোসেন দানা, মোহতামিম মুফতি আল আমিন, দেলোয়ার হোসেন মিলন, প্রথম ছাত্র হাফেজ মো. তামিম ইকবালের পিতা এনামুল হক বাচ্চুসহ স্থানীয় জনপ্রতিনিধি, অত্র মাদসার শিক্ষক-ছাত্রবৃন্দ। শেষে অত্র মাদরাসার শিক্ষক ও কমিটির পক্ষ থেকে আনন্দবাস মারকাযুল উলুম মাদরাসার হিফজ সমাপণকারী প্রথম ছাত্র হাফেজ মো. তামিম ইকবালকে ক্রেস্ট প্রদান করা হয়।