ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গার বধ্যভূমিতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু এ দেশের উন্নয়নে, মানুষের কল্যাণের জন্য যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজ তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্পন্ন করতে কাজ করছেন। মুক্তিযুদ্ধকালীন, ৭১ সালে তৎকালীন পাকিস্তানের দোষররা লালব্রিজের কাছে মানুষদের ট্রেন থেকে নামিয়ে হত্যা করে বধ্যভূমিতে পুতে রেখেছিলো। আমরা বধ্যভূমি সংরক্ষণ করেছি, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে তা না হলে তারা সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে না। জামাত বিএনপি মুক্তিযুদ্ধ নিয়েও মিথ্যাচার করে। বিকৃত ইতিহাস বানাতে চাই, তাই সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল শনিবার বেলা ১২টার দিকে বধ্যভূমিতে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন, পল্লী বিদ্যুতের চেয়ারম্যান জিনারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, জেলা পরিষদের সদস্য মনজুর রহমান জান্টু, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, মাহমুদুল হাসান চঞ্চল, আসিকুর রহমান ওল্টু, তরিকুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক যুবলীগ নেতা আবু ছিদ্দিকী টগর, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, সৈকত খান, মিরাজুল ইসলাম, রঞ্জু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, নাজিম, রাহুল, মশিউর, পলাশ, শিহাব প্রমুখ।