স্বাধীনতা পদক পাচ্ছেন মুক্তিযুদ্ধের সংগঠক ছহিউদ্দীন : গাংনীতে মিষ্টি বিতরণ

গাংনী প্রতিনিধি:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পিতা মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক গণপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দীন আহম্মেদ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। গতকাল মঙ্গলবার ২০২২ সালের স্বাধীনতা পদক প্রাপ্ত ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জল অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ জন ব্যক্তি এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) কে এ পদকের জন্য চূড়ান্ত নাম ঘোষণা করা হয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ে অনন্য অবদানের জন্য এ স্বীকৃতি পান মরহুম ছহিউদ্দীন। মন্ত্রিপরিষদ থেকে তালিকা ঘোষণার পর জেলার মানুষ ছহিউদ্দীনের পরিবারের সদস্যদের অভিনন্দন ও শুভেজ্ঞা জানান।

সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একেএম শফিকুল আলমের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। তার চেম্বারে আয়োজিত অনুষ্ঠানে মরহুম ছহিউদ্দীনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোকপাত করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে প্রথম সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন থেকে শুরু করে এ অঞ্চলের মুক্তিযুদ্ধের নেতৃত্ব, মুক্তিযোদ্ধাদের সংগঠিত এবং যুদ্ধ পরিচালনায় তার অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন বক্তারা।

বক্তারা বলেন, জেলার শীর্ষ রাজনৈতিক পদ, মুক্তিযোদ্ধা, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য হয়েও ছহিউদ্দীন ছিলেন নিরঅহংকার ও শাদাসিদে মানুষ। ক্ষমতায় থেকেও তিনি সম্পদের মোহে আকৃষ্ট ছিলেন না। নিজের সম্পদ বিক্রি করে তিনি রাজনীতির মাঝে ব্যয় করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। স্বপরিবারে জাতির পিতাকে হত্যার পর শুধুই কান্নাকাটি করতে সহিউদ্দীন। শোক সামাল দিয়ে তিনি বঙ্গবন্ধুর খুনি মেজর বজলুল হুদার ফ্রিডম পার্টির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, মহিলা কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী, মুজিবনগর সরকারি কলেজে প্রভাষক মুরাদ ুহোসেন ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

Comments (0)
Add Comment