মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে

আলমডাঙ্গা বধ্যভূমি সেডে নেতা-কর্মীদের সাথে মতবিনিমিয়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বধ্যভূমির দৃষ্টিনন্দন কাজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বুধবার বেলা ১১টার দিকে তিনি বধ্যভূমির দৃষ্টিনন্দন কাজ ঘুরে দেখেন। পরে বধ্যভূমি  সেডে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য এ বধ্যভূমি নির্মাণ করা হয়েছে। এখানে মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ করা হবে। পার্কের কাজ চলছে। তিনি আরও বলেন, আমাদের প্রত্যেককে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। আজকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ যখন উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছে, তখন একটি গোষ্ঠি নানা ষড়যন্ত্র করছে। এদের থেকে আমাদের সজাগ থাকতে হবে।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, রাজাবুল হক মনা, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আশিকুজ্জামান ওল্টু, মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক, রুবেল, লিংকন জোয়ার্দ্দার, যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম খান স্বপন, কাউন্সিলর আব্দুর গাফফার, সৈকত খান, ফারুক, নূর আলম, বিপ্লব মেম্বার, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, সাবেক যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামান, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, কাজী চন্দন, সাকিব, সজীব, টিটন, সুরুজ, নাজিম, রাহুল প্রমুখ।

Comments (0)
Add Comment