মিরপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, গণপিটুনির শিকার ছবির শেখের (৪৫) বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল। ধর্ষণ মামলায় তিনি দীর্ঘদিন জেলও খেটেছেন। ছবির মিরপুর উপজেলার নওপাড়া এলাকার খবির শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পাঁচ বছরের দুই শিশু বাড়ির পাশে নদীতে কচুরিপানা নিয়ে খেলছিল। এ সময় ছবির শেখ এক শিশুকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ছবিরকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে ছবিরকে আটক করে নিয়ে যায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।