মাদরাসার নামে ভুয়ারশিদে চাঁদা আদায় করতে গিয়ে তিতুদহ নুরুল্লাপুরের শিপন হাতেনাতে আটক

বেগমপুর প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার তিতুদহ হাফিজিয়া মাদরাসা ও লিল্লা বোডিং’র নামে ভুয়া রশিদে চাঁদা তুলতে গিয়ে হাতে নাতে আটক হয়েছে নুরুল্লাপুর গ্রামের শিপন আলী। প্রথমিক জিজ্ঞাসাবাদ শেষে রশিদ দিয়ে মানুষের কাছ থেকে চাঁদা তোলার কথা শিকার করলে পরে তাকে ছেড়েদেয় মাদরাসা কমিটির লোকজন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের আব্দুর রশিদের েেছলে শিপন আলী (৩৫) বেশ কিছুদিন ধরে তিতুদহ হাফিজিয়া মাদরাসা ও লিল্লা বোডিং’র নামে ভুয়া রশিদে মানুষের নিকট েেথকে চাঁদা সংগ্রহ করে আসছিলো। তারি ধারাবাহিকতায় গতকাল শনিবার সকাল ১০টার দিকে তিতুদহ ইউনিয়ন পরিষদের সামনে টাকা তুলতে গেলে মাদরাসার কমিটির লোকজনের নজরে পড়ে। ভুয়া রশিদসহ কমিটির লোকজন তাকে হাতেনাতে আটক করে। প্রথমিক জিজ্ঞাসাবাদে সে মাদরাসার উন্নয়নের নামে চাঁদা আদায়ের কথা শিকার করে। সূত্রজানায়, শিপন এই ভুয়া রশিদে জেলার বিভিন্ন জায়গায় গিয়ে টাকা আদায় করে থােেক। যা কমিটির লোকজন জানে না। মাদরাসা কমিটির সভাপতি মোজাম্মেল হক টুকু মাস্টার জানান, ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতি ও ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে শিপন বিভিন্ন জনের নিকট থেকে চাঁদা তুলে প্রতারণা কেের আসছিলো। আজ হাতেনােেত ধরা পড়েছে। ভুয়া রশিদ এবং আদায় করা টাকাগুলো নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

Comments (0)
Add Comment