দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। এ সময় তিনি বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থে আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তুলতে হবে। প্রতিটি নাগরিককে মাদকের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করে সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ আয়োজনে এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) আমান উল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বন কর্মকর্তা রকিব উদ্দিন, দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজি আব্দুল কদির, জাতীয় পাটির দামুড়হুদা উপজেলা সভাপতি শহিদুল ইসলাম। সমগ্র সেমিনারটি পরিচালনা করেন বেনবেইজ আব্দুল কাদির।