মাদকমুক্ত উপজেলা করতে সবাইকে সহযোগিতা করতে হবে

আলমডাঙ্গায় মাসিক উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মাসিক উন্নয়ন সমন্বয় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন উপস্থিত ছিলেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি বলেন, আলমডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে বড় উপজেলা। উপজেলায় অনান্য উপজেলা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। উপজেলাকে মাদকমুক্ত উপজেলা করতে সবাইকে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ সাঈদ, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব মাস্টার, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আবু সাঈদ পিন্টু, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রুন্নু, আমিরুল ইসলাম মন্টু, আবু তাহের আবু, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম রোকন, মাসুদ পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, তথ্য কর্মকর্তা সিগ্ধা দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নান, পল্লি উন্নয়ন কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাক্ষারুল ইসলাম প্রমুখ।
মাসিক উন্নয়ন সমন্বয় আইনশৃঙ্খলা সভা শেষে চুয়াডাঙ্গা আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা আওয়ামীলীগের দলীয় অফিসে উপস্থিত ডাউকি ইউনিয়নের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তরিকুল ইসলাম জয়লাভ করায় তরিকুল ইসলামসহ সকলকে ধন্যবাদ জানান। একই সময় দলীয় অফিসে বসে চুয়াডাঙ্গা আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার ৩১টি শারদীয় দুর্গাপূজা পে আর্থিক অনুদান প্রদান করেন

Comments (0)
Add Comment