মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে নিখোঁজ জীবননগর নতুন তেঁতুলিয়ার শামীম

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের করিমপুর গ্রামের বাজারে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন জীবননগর উপজেলার নতুন তেঁতুলিয়ার শামীম আলম (২৫) ওরফে শামীম। গত শনিবার রাতে মাছ বিক্রি করে গত ৩ দিনেও সে বাড়ি ফেরেনি। তাকেও কেউ অপহরণ করেছে, না সে ঋণের কারণে স্বেচ্ছাই আত্মগোপনে গেছে তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। এ ঘটনায় তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে। গতকাল সোমবার থানায় একটি জিডি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার নতুন তেঁতুলিয়া গ্রামের আব্দুস সামাদ ওরফে আব্দুলের ছেলে শামীম একজন মাছ ব্যবসায়ী। তিনি জীবননগর মাছ বাজারে মাছ বিক্রিসহ গ্রাম্য বাজারেও হাটের দিন মাছ বিক্রি করে থাকে। গত শনিবার ছিলো হাসাদাহ ইউনিয়নের করিমপুর গ্রামের হাট। এদিন সে করিমপুর হাটে মাছ বিক্রি করতে যায়। বরাবরের মতো সে গত শনিবার মাছ বিক্রি করে রাতে আর বাড়ি ফেরেনি। রাতে বাড়ি না ফেরাই শুরু হয় খোঁজাখুজি। গত ৩ দিন সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্ধান না পেয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে। নিখোঁজ শামীমের পিতা জানান, ব্র্যাকসহ বিভিন্ন সমিতিতে তার ঋণ রয়েছে। বাড়িতে তার পরিচয়পত্রটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ফলে তার নিরুদ্দেশ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সে কী অপহৃত হয়েছে না ঋণের কারণে স্বেচ্ছায় আত্মগোপেনে গেছে তার নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

 

Comments (0)
Add Comment