মাগুরার শিশু আছিয়ার ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আলোচিত শিশু আছিয়ার ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। বেসরকারি প্রতিষ্ঠান মানবতা ফাউন্ডেশনের সভাপতি অ্যাড. নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অধ্যাপক সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নারী নেত্রী রউফুন নাহার রিনা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. জীল্লুর রহমান জালাল, মানবতা ফাউন্ডেশনের মোটিভেশন অফিসার জাকিয়া সুলতানা ঝুমুর, যুগ্ম জেলা জজ-১ আদালতের এপিপি অ্যাড. শাহা জামাল, মানবাধিকার কর্মী হাফিজ উদ্দিন হাবলু, জাসাসের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি সেলিমুল হাবিব সেলিম, নারী নেত্রী নাসরিন পারভিন, মানবাধিকার কর্মী আসমা খাতুন, ছাত্রনেতা তূর্য, মানবাধিকার কর্মী জিতু, শান্ত, সিয়াম, সোহাগ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার। পরে মানবতা ফাউন্ডেশনের পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৪ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তরা বলেন, শিশু আছিয়ার হত্যাকারীদের ফাঁসির মধ্যদিয়ে দেশে একটি দৃষ্টান্ত হয়ে থাক। এমন ঘটনা যেন আর না ঘটে। মানববন্ধন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে একটি স্মারকলিপি পেশ করা হয়। এ সময় মানবতা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।