মহেশরপুর এলাকার একাধীক মামলায় দণ্ডিত আসামি ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ মহেশপুরের একাধীক মামলায় অর্থদণ্ডাদেশসহ ১৬ বছর ৬ মাসের কারাদণ্ডাদেশে দণ্ডিত পলাতক আসামি আহসান গীরকে (৪৫) ঢাকা থেকে গ্রেফতার করেঝে র‌্যাব-৬।  র‌্যাব-২ এর সহযোগিতায় র‌্যাব-৬ এর একটি চৌকশ দল অভিযান চালিয়ে ১০ মার্চ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আহসান গীর ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাকিলাদাড়ী গ্রামের আমিনুল ইসলামের ছেলে।  তার বিরুদ্ধে একাধীক মামলায় একাধীক মেয়াদে সাজা ও অর্থদণ্ডাদেশ রয়েছে।  গ্রেফতারি পরওয়ানার ভিত্তিতে অনুসন্ধানের এক পর্যায়ে র‌্যাব-৬ জানতে পারে সে ঢাকা মহানগরী ধাণমণ্ডি এলাকায় অবস্থান করছে। র‌্যাব-২ এর সহযোযগিতায় প্রাপ্ত তথ্য যাচাই বাচাই করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।