মহেশপুর প্রতিনিধি: উপজেলার মাঠিলা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশী নারীকে মঙ্গলবার দুপুরে ৫৮ বিজিবি’র হাতে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে প্রকাশ, সোমবার দুপুরে মাঠিলা সীমান্তে বাংলাদেশের ২ নারী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বড়কুলচরা গ্রামের লিটন বিশ্বাসের মেয়ে লাবনী (২২) ও সদর উপজেলার কুশবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে চুমকি খাতুনকে (২০) হস্তান্তর করে। এ সময় বিএসএফের পক্ষে ছিলেন রোনঘাট ক্যাম্পের এসি সম্ভাবর্ধ এবং বাংলাদেশের পক্ষে মাঠিলা বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার সোহরাব হোসেন। এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, গত রাতে তারা রোনঘাট বিএসএফের হাতে আটক হয়। বিএসএফ তাদেরকে বিজিবির হাতে হস্তান্তর করলে বিজিবি মহেশপুর থানায় সোপর্দ করে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের উর্ধ্বগতির কারণে সীমান্তে কড়া নজরদারি করা হয়েছে।