মহেশপুর প্রতিনিধি: মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে একজনকে আটক করেছে ৫৮ বিজিবি। বুধবার রাতে ৫৮বিজিবির অধীনস্থ মাটিলা বিওপির টহল দল অভিযান চালিয়ে পারঘাটা গ্রামের ব্রিজের ওপর থেকে খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বকসীপাড়া গ্রামের আবু তাহের বিশ্বাসের ছেলে তৈয়বুর ইসলাম রাজিবকে (৩২) আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।