মহেশপুর প্রতিনিধি: সোমবার দিবাগত রাতে মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৮জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবি’র অধীনস্ত মাটিলা বিওপি’র টহল দল গোপনসূত্রে অভিযান চালিয়ে উপজেলার বেলেঘাট মাঠের ভেতর থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, নরসিংদী জেলার লক্ষ্মীপুরা থানার খাশাউল্লাহ গ্রামের সোনা মিয়ার ছেলে সাইফুল ম-ল (২৮), সাইফুলের স্ত্রী মাসুদা ম-ল (২৬) এবং তাদের শিশু সাকিবুল (০৪) ও সুরাইয়া (০২), একই জেলার সদর থানার সঙ্গীতা গ্রামের ইসমাইলের ছেলে আলামিন (৩১), আলামিনের স্ত্রী কারিমা বেগম (২২) ও শিশু কন্যা আলেয়া (০২), সুরুজ মিয়ার মেয়ে রিনা বেগম (৪০)।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।