মহেশপুরে ২ মাসে ৩৭২ জন নারী-পুরুষ বিজিবির হাতে আটক

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে মানবচোরা চালানের সময় ১ জন ভারতীয় নাগরিক ও অপহরণ মামলার আসামিসহ ৩৭২ জন নারী-পুরুষকে আটক করে ৫৮-বিজিবি। পাচারের শিকার ৪ কিশোরীর কে উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ৫৮-বিজিবির প্রেস বিজ্ঞপ্তি জানা যায়, উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে দালালদের মাধ্যমে মানবচোরা চালানের সময় টহল বিজিবির হাতে ২০২৫ সালে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৩৭২ জন নারী-পুরুষ আটক হয়েছে। এর মধ্যে ২ জন দালাল ও একজন ভারতীয় নাগরিক এবং একজন অপহরণ মামলার আসামি রয়েছে। এছাড়া পাচারে শিকার ৪ জন কিশোরীকে বেসরকারি স্থানীয় সংগঠন আরডিসি ও আন্তুজার্তিক সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের সহযোগিতায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সকল ঘটনায় মানবপাচার প্রতিরোধ আইন ও পাসপোর্ট আইনে মামলা হয়েছে। সর্বশেষ ২৮ তারিখে ভোরে ঝালকাঠি জেলার রাজাপুর থানার অপহরণ মামলার আসামি ভিকটিমসহ মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে চাওয়ার সময় শ্যামকুড় বিজিবির হাতে আটক হয়।
জানা গেছে আটক শান্ত মিস্ত্রি (২২), পিতা রঞ্জয় মিস্ত্রী, গ্রাম দক্ষিণ বাদুরা থানা ও জেলা পিরোজপুর। সে ঝলকাঠি জেলার রাজাপুর থানার অপহরণ মামলার আসামি। এ বিষয়ে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মহেশপুর থানার মাধ্যমে আসামি ও ভিকটিমকে পয়লা মার্চ রাজাপুর থানার পুলিশ গ্রহণ করেছে। মহেশপুর থানার ওসি তদন্ত মো. সাজ্জাদুর রহমান জানান, শান্ত মিস্ত্রিকে পাসপোর্ট আইনে আদালতে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে আইনের প্রক্রিয়া শেষে রাজাপুর থানা পুলিশ নিয়ে যাবে।