মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৪৫) নামে এক মাইক্রো চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার আজিবাড়ি নওদাগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইক্রোচালক বেড়েরমাঠ গ্রামের মৃত বরকত মীরের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে মাইক্রোচালক মিঠু যশোর সদর হাসপাতালে রোগী নিয়ে যান। ফিরে আসার সময় ভোররাতে আজিবাড়ি নওদাগ্রাম নামক স্থানে পৌঁছুল মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লেগে চালক নজরুল কুচড়েমুচড়ে গাড়ির ভেতর পড়ে থাকে। আধাঘণ্টা পর তার জ্ঞান ফিরলে বাড়িতে ফোন করেন। পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে সেখান থেকে তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। প্রতিবেশীরা জানায়, তিন ভাইয়ের মধ্যে নজরুল সকলের ছোট। তিনি দুই সন্তানের জনক।
ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।