মহেশপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের কোটচাঁদপুর সড়কের আজমপুর গ্রামের মাঠে খেজুর গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় লোকজন জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক মারা যায়। খবর পেয়ে মহেশপুর থানার এস খারুল ইসলাম ঘটনাস্থলে যায়।তিনি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। পরিচয় জানার চেষ্টা চলছে।